Understanding the “$in” Operator: $in অপারেটরটি MongoDB এর একটা কুয়েরি অপারেটর যেটা Mongoose-এও সাপোর্ট করে। $in অপারেটরটি মূলত ব্যবহার করা হয় ডাটাবেজে রাখা ডাটার ওপর কুয়েরি চালিয়ে কোন একটা নির্দিষ্ট ডাটা খুজে বের করার জন্য । এক্ষেত্রে ওই ডাটার particular field’s value এর সাথে match করানোর জন্য একটা array এর মধ্যে কিছু ভ্যালু provide করা হয় । ওই Array এর কোন ভ্যালুর সাথে যদি ডাটা এর particular ফিল্ডের ভ্যালু match করে যায় তখন সেই ডাটাটি রিটার্ন করে দেয়।
এর Basic Syntax টি হলোঃ Model.find({ field: { $in: [value1, value2, …] } });
নিচে একটা সিম্পল উদাহরনের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করা যাকঃ const Product = mongoose.model(‘Product’, productSchema); Product.find({ category: { $in: [‘electronics’, ‘clothing’] } }) এখানে Product হলো ডাটাবেজ কালেকশন যেখানে category হচ্ছে একটা particular field . এরপর $in operator দিয়ে কুয়েরি করার জন্য array এর মধ্যে কিছু ভ্যালু দেয়া হয়েছে যা দিয়ে ডাটাবেজের category field এর ভ্যালু এর সাথে match করে দেখেব যে ‘electronics’ বা ‘clothing’ catergory এর ডাটা আছে কিনা যদি থাকে তাহলে তা রিটার্ন করে দেবে। $in operator মূলত এভাবে কাজ করে থাকে।
Understanding the “$nin” Operator: ‘$nin’ operator এর অর্থ হচ্ছে ‘not in’ । এই অপারেটরটি $in অপারেটর-এর ঠিক উল্টো কাজ করে থাকে। অর্থাৎ $nin অপারেটর দিয়ে ডাটাবেজ থেকে ডাটা কুয়েরি করার সময় array তে যে ভ্যালু দেয়া হয় ওই ভ্যালুর সাথে match করে এমন ডাটা বাদে বাকি ডাটাগুলো রিটার্ন করে থাকে। এর basic syntax টি আগের মতোই সেমঃ Model.find({ field: { $nin: [value1, value2, …] } }); নিচে একটা সিম্পল উদাহরনের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করা যাকঃ
const User = mongoose.model('User', userSchema);
User.find({ status: { $nin: ['blocked', 'inactive'] } })
এখানে ডাটাবেজে User collection এর মধ্যে যে User-দের status “blocked” বা “inactive” ওই ইউজার গুলো বাদে বাকি ইউজার গুলো কুয়েরি করে রিটার্ন করবে।
Understanding the “$or” Operator: “$or” অপারেটরটিও MongoDB কুয়েরি অপারেটর। এই অপারেটর দিয়ে মূলত multiple condition এর ভিত্তিতে কুয়েরি করা হয়ে থাকে। তবে “$or” অপারেটর দিয়ে কুয়েরি করার ক্ষেত্রে at least একটা condition-ও যদি সত্য হয় তাহলে সেই criteria এর ভিত্তিতে ডাটা ফিল্টার আউট করে থাকে। এর Basic Syntax টি হলোঃ Model.find({ $or: [{ condition1 }, { condition2 }, …] }); নিচে একটা সিম্পল উদাহরনের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করা যাকঃ
const Product = mongoose.model('Product', productSchema);
Product.find({
$or: [
{ price: { $lt: 10 } },
{ category: 'electronics' }
]
})
উপরের উদাহরনে Product ডাটাবেজ কালেকশন থেকে দুইটা শর্তের ভিত্তিতে কুয়েরি চালানো হয়েছে price এবং category ফিল্ডের ওপর । ১ম শর্ত দেয়া হয়েছে price হবে ১০ টাকা থেকে কম যেহেতু এখানে $lt অপারেটর ব্যবহার করা হয়েছে এবং ২য় শর্ত হিসেবে category ফিল্ডের ভ্যালু হিসেবে দেখা হচ্ছে electronics কিনা। এই দুটো criteria এর মধ্যে যদি একটাও সত্য হয় তাহলে $or অপারেটর সেই ডাটা কুয়েরি করে রিটার্ন করে থাকে।